নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় ডুমুরিয়া উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্প মাল্য দিয়ে মহান বিজয় দিবসে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, প্রচার সম্পাদক আরিফুজ্জামান নয়ন, সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত, যুব বিষয়ক সম্পাদক এস কে বাপ্পি, কার্যকরী সদস্য সরদার বাদশা, গাজী সোহেল আহমেদ, আলিমুল ইসলাম, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, তারক দাস, খান মোজাহিদুল ইসলাম সেতু,সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি,নিসচা শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় মহান বিজয় দিবসে নিরাপদ সড়ক চাই সামাজিক সংগঠন ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে পক্ষ থেকে দাবি জানানো হয় “সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবহন চালক শ্রমিক ভাইদের সন্তানদের বিনাবেতনে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেক বেতনে লেখাপড়ার সুযোগ দিতে হবে”।