খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি স্বাধীনতা চত্বর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ ২৬ মার্চ ২০২৫ সকাল ৭টায় নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম, সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ,কার্যকরী সদস্য সাংবাদিক আশরাফুল আলম, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল,ডুমুরিয়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, এবং সাংবাদিকবৃন্দ।