এম জামাল হোসেন মন্ডল: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ এর প্রতিপাদ্য ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ কে সফল করার লক্ষ্যে অক্টোবর মাসব্যাপি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারাদিনবাাপী টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ বেপারীর নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো যেমন টঙ্গীবাড়ি থানা, উপজেলা স্কুল, সরকারি হসপিটাল, ইউনিয়ন পরিষদ ভবন, মসজিদ ও বিক্রমপুর টঙ্গীবাড়ি কলেজের সামনে জেবরা ক্রসিং ও রোড মার্কিং করা হয়।
এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আরিফ মন্ডল, প্রকাশনা বিষয়ক সময়াদক সামসুদ্দিন তুহিন, কার্যকরী সদস্য কাজী তামিম, কার্যকরী সদস্য কামাল হোসেন সার্বেয়ার, কার্যকরী সদস্য আক্কাস বেপারী, বাবুল শেখ, সাকিল হোসেন সহ অন্যান্য সদস্যগন।