এম জামাল হোসেন মন্ডল: নিরাপদ সড়ক চাই নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার আয়োজনে রোজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় নিসচা বেতকা চৌরাস্তা কার্যালয়ে সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে ও মাসুম হোসেন অপুর সঞ্চালনায় মাসিক সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার কার্যক্রম , ভবিষ্যৎ কর্ম পরকল্পনা ও আসছে পবিত্র মাহে রমজানে ইফতার ও দোয়া অনুষ্ঠান পালন নিয়ে আলোচনা ও উৎযাপন কমিটি গঠন করা হয়। সহ সভাপতি জয়নাল আবেদিনকে আহব্বায়ক ও সহ সাধারণ সম্পাধক মাসুদ হোসাইন কে সদস্য সচিব করে সাত সদস্যের একটি উৎযাপন কমিটি গঠন করা হয়।
অতিথীদের সাথে আলোচনা করে ১২থেকে ১৪ রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ সাধারণ সম্পাদক মামুন ঢালী, সহ সাধারণ সম্পাদ মাসুদ হোসেন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম মাঝি, কার্যকরী সদস্য সার্বেয়ার কামাল হোসেন, কার্যকরী সদস্য কাজী তামিম,কার্যকরী সদস্য বিপু মাদবর,কার্যকরী সদস্য জাফর শেখ,কার্যকরী সদস্য আক্কাস বেপারী,কার্যকরী সদস্য ফারুক শেখ,কার্যকরী সদস্য কুদ্দুস শেখ,কার্যকরী সদস্য ইয়াসিন শেখ, সাজাহান বেপারী সহ অন্যান্য সদস্য গণ।