এ উপলক্ষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে জুড়ী উপজেলা চত্বরে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার জসীম উদ্দিন।
উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস, মোহাম্মদ আলী, ইউপি সদস্য আবুল কাশেম, ফয়জুর রহমান কালা, নিসচা জুড়ী উপজেলা শাখা সিনিয়র সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, আতিকুর রহমান, নুরুল ইসলাম নাহিদ, সাদেকুর রহমান, আব্দুল্লাহ শহীদ জাবের প্রমুখ।
এছাড়াও নিসচার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবহন শ্রমিকসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত দুইজন অসহায় ব্যক্তিকে নিসচার পক্ষ থেকে দুটি দুগ্ধ জাতের ছাগল উপহার দেওয়া হয়।