লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই ‘ চন্দ্রগঞ্জ থানা শাখা। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় চন্দ্রগঞ্জস্থ গ্রীনচিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সাংবাদিক মো. আলী হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর (স্বাধীন সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি), কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন (সকালের সময়), ইসমত দোহা (ক্রাইম প্রতিদিন), ইব্রাহিম খলিল মঞ্জু (নোয়াখালী সময়), ইমরান হোসাইন (শিক্ষা তথ্য) সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) চন্দ্রগঞ্জ থানা শাখার উপদেষ্টা মুজাহিদুল ইসলাম আসিফ, সহ-সভাপতি সমীর কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত, সদস্য মিনহাজুর রহমান বিনতু, মোক্তার হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, সড়ক নিরাপত্তার প্রতিটি বিষয়ে গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক চাই এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি পালন করেছে। নিসচার কেন্দ্রীয় ও শাখা কমিটিগুলোর উদ্যোগে সারাদেশে ১১৩৭টি কর্মসূচি পালন করে।
যা ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে শেষ হচ্ছে। আমাদের সংগঠনের মূল দাবি নিরাপদ সড়ক আইন ২০১৮ এর বিধিমালা চূড়ান্ত করে এই আইনটি যথাযথভাবে কার্যকর করা।