নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া কাহালু উপজেলা শাখার আয়োজনে নিরাপদ সড়ক চাই বিষয়ক বিশেষ আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি করা হয়।
আজ বিকাল ৪টায় কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে কাহালু উপজেলা শাখার সভাপতি কুতুবউদ্দিন শাহ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক আল-আমিন, উপজেলার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা প্রচার সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য আরমান হোসেন ডলার, উপজেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সাবাহ আল জামী, মিরাজুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর ইসলাম, গবেষনা বিষয়ক সম্পাদক শামিম, দপ্তর ম্পাদক আল আমিন, সদস্য খোকন কবিরাজ, মোস্তাকিম, ওমর, শান্ত প্রমুখ।
সভায় আগমীদিনের কর্মপরিকল্পনা সম্পর্কে নানা দিক নির্দেশনামুলক আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে স্থনীয় সিএনজি ষ্ট্র্যান্ডে চালকদের মাঝে ও যাত্রীদের লিফলেট বিতরণ করা হয়।