২৮ মে কাউখালী উপজেলা, বেতবুনিয়ায় কোভিড সংক্রমণ রোধ এবং সড়ক দূর্ঘটনা রোধ ঠেকাতে নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক মাইকিং এবং কাউখালী উপজেলার এলাকার সহ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থিত বিভিন্ন স্পীড ব্রেকার সহজে চিহ্নিত করার লক্ষ্য রং করণ ও রাংগামাটি ঢাকা চট্রগ্রাম হাইওয়ে সড়কের ২০কিঃমিঃ জুড়ে বাজার-প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্হানে রাস্তা পারাপার করার জন্য রং করণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এস.আই আইয়্যুব আলী, এ এস আই রাসেল আহম্মেদ। ইপসা কাউখালী ব্রাঞ্চ এর প্রতিনিধি মোঃজসিম, মোঃফেরদৌস, মোঃ তানবির,প্রশান্ত দাশ। নিরাপদ সড়ক চাই কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ আফসার, সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ এবং সকল সদস্য।