নিরাপদ সড়ক চাই ( নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জয়নাল আবেদীন মহোদয় এর সহযোগিতায় আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সময়
নিরাপদ সড়ক চাই সাফল্য ও গৌরবের ৩১ তন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
কমলগঞ্জে আদমপুর ইউনিয়ন এর এম এ ওহাব উচ্চ বিদায়ের, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উসমানী আলী দাখিল মাদ্রাসা বৃক্ষরোপন করা হয়।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে উক্ত বৃক্ষরোপনের উপস্থিত ছিলেন কমলগঞ্জ বার্তা প্রতিনিধি সাংবাদিক আব্দুল মালিক,এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ্মা মোহন সিংহ, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম মুন্নি, উসমান আলী দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার কাজী মুজিবুর রহমান সহ অন্য শিক্ষক বৃন্দ।