নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে নিসচা মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ অক্টোবর রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রোমে কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দের সাথে জাতীয় নিরাপদ দিবস উদযাপন বিষয় ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক আহমদ সিরাজ স্যার,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা কমলগঞ্জ প্রেসক্লাবে সহ সভাপতি সাব্বির ইলাহি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, ব্রুনাই প্রবাসী সাইদুর রহমান বাছেদ, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আলম, কাওছার আহমেদ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক দের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন সমরেন্দু সেন গুপ্ত,সুজিতা সিংহ, ফরিদ আহমদ, রতন ভট্টাচার্য্য,শ্যামল চন্দ দাশ,আবুল কাসেম,আজম উদ্দিন, শংকর চন্দ্র দেবনাথ,আব্দুল আহাদ,হাবিবুর রহমান, আলতাফ মাহমুদ প্রমুখ।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সম্মিলিত শিক্ষক পরিষদের কে নিসচা কেন্দ্রীয় সম্মেলনে একটি ম্যাগাজিন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ লিফলেট বিতরণ করা হয়।