নিরপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা শাখার উদ্দ্যোগে অনুষ্ঠিত এ শোভাযাত্রাটি সকাল ১১টায় নগরীর রয়্যাল মোড় থেকে বের হয়। পরে নিরাপদ সড়ক নিশ্চিতে বিভিন্ন শ্লোগানে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ময়লাপোতা মোড়ে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষ্যে নগরীর সাত রাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মো:তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিরিনা পারভিনের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ গঠনমূলক বক্তৃতা করেন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম শিমুল, ওমর ফারুক কচি, মাসুদুর রহমান, এস এম রহিম বাদশা, শেখ রফিকুল ইসলাম, মো: নাফিস ইকবাল, নাজমুল ইসলাম, হীরা আক্তার, মো:রায়হান তামিম, শেখ আসিফুল ইসলাম সোহেল, ফুলতলা শাখার যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ডাব্লু, খোকন শিকদার ও মামুনুর রশিদ।
এ বক্তারা ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এবং ‘ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য বিষয়াবলির ওপর আলোচনা করেন। বক্তারা এ সময় বলেন যে উদ্দেশ্যকে সামনে রেখে ৩১ বছর আগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল সে বিষয়টি এখন প্রতিষ্ঠিত। সড়কের অকাল মৃত্যু রোধ করতে সাধারণ মানুষকে সচেতন করতে সকলকে এক যোগে কাজ করতে হবে।