নিরাপদ সড়ক চাই উত্তরা শাখার আয়োজনে বুধবার সচেতনমুলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
সভায় বক্তব্য প্রদান করেন, নিসচা উত্তরা শাখার আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব আনোয়ার হোসেন, কার্যক্রম কমিটির আহ্বায়ক কবির আহমেদ, ফজলুল হক খান। সিকদার, প্রাক্তন সাংসদ বাঞ্ছারামপুর, সদস্য নাসিমা হাসান, কাওসার আহমেদ, সাব্বির আহমেদ, সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি এবং অন্যান্য অতিথিরা।
বক্তব্য প্রদানকালে নিসচা উত্তরা শাখার আহবায়ক মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনাগুলো আমাদের হাতেই তৈরি। তাই এগুলোকে দুর্ঘটনা বলা যায় না। এটা ক্র্যাশ। চালক প্রশিক্ষিত ও দক্ষ না হলে দুর্ঘটনা আরও বাড়বে। তিনি চালকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এবং উপস্থিত সকলকে আইন মেনে সড়কে চলার আহবান জানান। সেই সাথে এই আন্দোলনকে আরো বেগবান করতে সকল কর্মিকে নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।