নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ লা অক্টোবর সকাল ১১.০০ টায় মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির সামনে, আইনজীবী সমিতির ভিতরে, জজকোর্টে ভিতরে, ডিসি অফিসের ভিতরে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ এর প্রতিপাদ্য বিষয় – গতিসীমা এড়িয়ে চলি দূর্ঘটনা রোধ করি শ্লোগানে উক্ত মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ পিয়ার হোসেন, সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মোহাম্মদ হোসেন লিটন, এসএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান মিলন, যুব সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মাওলাদ হোসেন মোল্লা, পলি আক্তার প্রমুখ।
মাস্ক বিতরণ কর্মসূচি শেষে একইদিন বিকেল ৫.০০ টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেের কার্যালয়ে এক সৌজন্যে সাক্ষাৎ ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন, যুব সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।