নিরাপদ সড়ক চাই নিসচার মালয়েশিয়া চ্যাপ্টার গঠনের লক্ষ্যে ১৯ মার্চ ২০২১ রাত ৯.৩০ মিনিটে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। জাফর ফিরোজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব এস এম আজাদ হোসাইন।
তিনি ২ বছরের জন্য আহমেদ ওবায়দুস সামিকে সভাপতি অনুপম পালকে সাধারণ সম্পাদক ও জাফর ফিরোজকে সাংগঠনিক সম্পাদক করে কমিটির নাম ঘোষণা করেন।
(প্রস্তাবিত) কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন, সহ-সভাপতি-প্রফেসর ডঃ মোহাম্মাদ নাসিমুল ইসলাম, শাকিল আহমেদ ও ডঃ সুলতানা আলম। যুগ্ম সাধারণ সম্পাদক- এসএসএম খুররম ও মোঃ রেজওয়ান সালাম তানভীর। অর্থ সম্পাদক-ডঃ নাজমুল হাসান, অফিস সম্পাদক-অসীম সাহা, সাংস্কৃতিক সম্পাদক-ফারহা নাজিয়া সামি, আন্তর্জাতিক সম্পাদক-নিয়ান সাহা, দুর্ঘটনা ও গবেষণা সম্পাদক-ডঃ আজিজুল বারী, আইন বিষয়ক সম্পাদক- ডঃ মোঃ বেলাল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদিকা-ডঃ হালিমা সাদিয়া হাকিম, প্রচার সম্পাদক-সাবেকুন নাহার তানিয়া, প্রকাশনা সম্পাদক-মোঃ সহিদুল হাসান, যুব বিষয়ক সম্পাদক-মোঃ রুহুল আমিন সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-সেলিনা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য-ডঃ লুবনা আলম,রাকিবুল ফেরদৌস, নুসরাত সামরিন, ফারজানা সুলতানা, মুনাইজা আয়েশা ইবতিহাল ও সাদিয়া ফেরদৌসি।