খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইনের বিধিমালা চূড়ান্ত করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকরী সদস্য সরদার বাদশা, গাজী সোহেল আহমেদ, তারক দাস, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল।