২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই উত্তরা শাখা কর্তৃক রাজলক্ষি মোরে আজ শনিবার র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই উত্তরা শাখার আহবায়ক জনাব মোহাম্মদ আলীর নেতৃত্বে কর্মসূচিতে অংশগ্রহন করেন উক্ত শাখার সকল সদস্যবৃন্দরা, সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন এর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত রোববার (২২ অক্টোবর) দেশব্যাপী পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস। ‘আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে এ বছর সপ্তমবারের মতো সরকারি উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই সংগঠন অক্টোবর মাসব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহন করে। এরই ধারাবাহিকতায় আজ উত্তরা শাখা এই কর্মসূচির আয়োজন করে।