মোঃ আব্দুস সালাম: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় আজ নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নিযুক্ত কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জয়নাল আবেদীন মহোদয় এর সাথে আজ বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিটে উনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক, সাংবাদিক মোঃ আব্দুস সালাম ও সদস্য সচিব এ এস এম কাইয়ুম এর নেতৃত্বে নিসচা কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কে কমলগঞ্জ উপজেলার সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মূলক জনসচেতনতা কিভাবে আরো বাড়ানো যায় ও যানজট নিরসনে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরাপদ সড়ক চাই এর কার্যক্রমের সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন।
বিস্তারিত আলোচনা শেষে উনাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নিরাপদ সড়ক চাই এর একটি ম্যাগাজিন উপহার হিসেবে প্রদান করা হয়।