ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই, উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে থানা পুলিশের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২০ অক্টোবর বুধবার) সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আসছে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও বিশৃঙ্খলা রোধে নিসচা ধামরাই শাখার নানা কর্মসূচির পালন করছে। উক্ত বিষয়ের অংশ হিসেবে পুলিশের করণীয় সম্পর্কে আলোচনা সভা করেন এ সংগঠনের সদস্যরা।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান(পিপিএম)বলেন, সড়ক উন্নয়নের কাজ চলমান তাই সড়কে শৃঙ্খলা থাকছে না। তবে পুলিশের পক্ষ থেকে আমরা সর্বত্র চেষ্টা করে যাচ্ছি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানা কার্যক্রম। এছাড়া নিসচা’র ধামরাই শাখার মাসব্যাপী কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ জনমনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস।
উক্ত বিষয়ে নিসচা ধামরাই শাখার সভাপতি মোঃ নাহিদ বলেন, আমাদের আন্দোলন দীর্ঘ ২৮ বছরের পথে চলমান। তারই ধারাবাহিকতায় আমার শাখা চেষ্টা করে যাচ্ছে দুর্ঘটনা প্রতিরোধে নানা পরামর্শ ও কর্মসূচিতে অংশগ্রহণ করে যাচ্ছে। তবে আমরা সকল কাজে পুলিশ কে সহযোগিতা করে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করব।
এ সভায় উপস্থিত ছিলেন,ধামরাই শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান নজরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম,সাংগঠনিক সম্পাদক মোঃছাইদুল ইসলাম খান,দপ্তর বিষয়ক সম্পাদক মোঃওয়াহিদ মিয়া, যুব-বিষয়ক সম্পাদক মোঃ শুকুর আলী,কার্যকরী সদস্য মোঃশহিদুল ইসলাম,মোঃসাইফুল ইসলাম সোয়েব প্রমুখ।