ঢাকার অদুরে ধামরাইয়ের কুশুরা এলাকার পথহারা গ্রামের তরুন, যুবকদের সহযোগীতায় রাস্তা সংস্কার করেন নিরাপদ সড়ক চাই উপজেলা কমিটির সদস্যরা।
রবিবার ৪ ই অক্টোবর সকাল ১০ টায় উপজেলার কুশুরা ইউনিয়নের পথহারা গ্রামে রাস্তা সংস্কারের এ কার্যক্রম করা হয়।
জানা যায়, নিসচা ধামরাই শাখার সহ সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন মাঝে মাঝে উপজেলার বিভিন্ন এলাকায় পরিদর্শনে বের হন।এমতাবস্থায় পথহারা গ্রামের জামে মসজিদের পাশ দিয়ে বয়ে গেছে বান্নাখোলার বাজারের নতুন সংস্কৃত রাস্তা। এ সড়কে বৃষ্টির পানির স্রোতে দুপাশে বাধ ভেঙে যাওয়ায় রাস্তাটির ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এ কাজের বিষয়টি এলাকার তরুনদের জানালে তারা সংস্কারের আগ্রহ প্রকাশ করলে উক্ত কাজে নিসচার ধামরাই শাখার সভাপতি মো:নাহিদ মিয়াকে অবগত করলে সকাল থেকেই বাঁশ, খোটা,বালীর বস্তা, ইটসহ সকল ব্যবস্থাপনা নিয়ে সড়ক সংস্কারে ঝাঁপিয়ে পড়েন স্কুল,কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা।
এ ধরনের মহৎকর্মের জন্য স্থানীয় অনেকের সুদৃষ্টি কেড়েছে এবং প্রশংসনীয় হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন