(ধামরাই ঢাকা): ঈদ যাত্রাকে কেন্দ্র করে ধামরাইয়ে মহাসড়কে দুর্ঘটনা,বিশৃঙ্খলা ও যানজট নিরসনে করণীয় সম্পর্কে থানা পুলিশ ও নিসচা’ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ জুন শনিবার বিকেল ৫ টায় ধামরাই থানায় অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
আসছে ঈদুল আযহা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সারাদেশে সড়ক মহাসড়কে চলছে ব্যাপক নিরাপত্তা। এ সময়ে সড়কের পাসজে থাকা ভ্রাম্যমাণ দোকান পাট,হাটবাজার সরিয়ে নেয়ার কঠোর নির্দেশনা রয়েছে।
উক্ত বিষয় কে কেন্দ্র ধামরাই থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ নিসচা ধামরাই শাখার সদস্যদের নিমন্ত্র করেন থানায়। এ সময় অফিসার ইনচার্জ হারুন অর রশিদ এর সভাপতিত্বে সড়কে নানা সমস্যা নিয়ে আলোচনা করেন সংগঠন এর নেতৃবৃন্দ। আগামী ২৬ জুন হতে ঈদের পূর্বমুহূর্ত পর্যন্ত সড়ক নিরাপদ থাকে জনসাধারণের ভোগান্তি না হয়ে এদিকে লক্ষ্য রেখে মহাসড়কে থ্রী হুলার চলাচল নিষেধাজ্ঞা করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,থানার তদন্ত ওসি মো: ওয়াহিদ পারভেজ, ওসি অপারেশন নির্মল কুমার দাস, নিসচা ধামরাই শাখার সভাপতি এম.নাহিদ মিয়া,সহ-সভাপতি মো:ইমরান হোসেন,মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মো:মর্তূজ আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।