English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

ধামরাইয়ে নিসচা’র উদ্যোগে র‍্যালী ও ফ্রি মেডিকেল কর্মসূচি অনুষ্ঠিত

- Advertisements -

ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই(নিসচা)এর ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা শাখার র‍্যালী ও পরিবহন শ্রমিকদের চক্ষু ও ডায়বেটিস পরীক্ষা করানো হয়।

রবিবার ১ লা ডিসেম্বর সকাল-১১ টায় ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, দেশের স্বনামধন্য জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই এর ৩২ বছরে পদার্পণে সারাদেশেই নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নিসচা ধামরাই উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশের পাশাপাশি প্রায় ২ শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে দুর্ঘটনা রোধকল্পে চক্ষু ও ডায়বেটিস পরীক্ষা কর্মসূচি পালন করেন এ সংগঠনটি।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এম.নাহিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:মনিরুল ইসলাম।

উক্ত কর্মসূচিতে চক্ষু পরীক্ষা করেন ডা: মঈন চক্ষু হাসপাতালের টিম ও ডায়বেটিস পরীক্ষা করেন ঢুলিভিটা ডায়বেটিস কনসালটেন্ট সেন্টারের প্রতিনিধি।

অনুষ্ঠানে প্রধান অতিথি অফিসার ইনচার্জ মো:মনিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে এমন উদ্যোগের জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবকে ধন্যবাদ জানাই। আমাদের দেশে প্রতিনিয়ত সড়কে মানুষ মারা যাচ্ছে আর এখান থেকে পরিত্রান পেতে ভিন্ন ধর্মী এমন আয়োজন সত্যি প্রশংসার দাবিদার।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম বলেন, নিসচা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের নির্দেশনায় কেক না কেটে প্রতিষ্ঠা বার্ষিকীতে জনসাধারণের উপকার হয় এমন কিছুর আয়োজন করার। তাই আমরা প্রতিবছর ব্যতিক্রম আয়োজন করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা পরিবহন শ্রমিকদের চক্ষু ও ডায়বেটিস পরীক্ষা কর্মসূচি পালন করেছি এতে সর্বমহলে প্রসংশা গৃহীত হয়েছে।

এ কর্মসূচিতে পরিবহন চালক, সিএনজি চালক,লেগুনার চালকসহ ছোট বড় যানবাহনের শ্রমিকগণ র‍্যালীতে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে মেডিকেল ক্যাম্পেইনে অংশ নেয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নিসচা ধামরাই উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন