English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ধামরাইয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে আলেমগণের একাত্বতা প্রকাশ

- Advertisements -

সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও নিরাপদ সড়ক বাস্তবায়নে মসজিদের ইমামদের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সোমবার ৭ অক্টোবর সকাল ১১ টায় নিসচা ধামরাই শাখার অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই শাখার উদ্যোগে মাসব্যাপী জনসচেতনতা মুলক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। তার ধারাবাহিকতায় ৭ম দিনে বিভিন্ন মসজিদের আলেম উলামাদের নিয়ে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে তাদের করনীয় সম্পর্কে কর্মশালার আয়োজন করেন সংগঠন এর নেতৃবৃন্দ। এ সময় প্রায় ৪০ জন ইমাম এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

উক্ত সভায় বিভিন্নজন বিভিন্ন মতামত প্রকাশ করে অনেকে বলেন, সড়কে বেশ অনিয়ম রয়েছে তা দূর করতে আমাদের অনেক ভুমিকা আছে। ইসলামে এর বেশ আলোচনা রয়েছে। সুতরাং আমরা চাই নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে আমাদের বেশ কিছু নির্দেশনা প্রদান করা হউক যা আমরা মুসল্লীর উদ্দেশ্যে আলোচনা করতে পারি এতে অনেকাংশে সচেতনতা বৃদ্ধি পাবে।

এ বিষয়ে সংগঠন এর সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতি এম.নাহিদ মিয়া প্রধান আলোচক হিসেবে ধামরাইয়ে সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরেন পাশাপাশি এর সমাধানে অনেক গুলো নির্দেশনা প্রদান করে তা বাস্তবায়নে অনুরোধ করেন।

সর্বশেষ আগত ইমামগণ নিরাপদ সড়ক চাই এর মহৎ উদ্দেশ্যর পাশে থেকে একাত্বতা পোষন করে ব্যাপক ভুমিকা রাখবেন বলে আশ্বাস দেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন