খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: ১২-৬-২২ ইং তারিখ রবিবার সকাল ১১ টায় ডুমুরিয়া -শরাফপুর ফিডার রোডে বিশ্বাস পাড়া মোড়ে খুলনা জেলা ট্রাফিক এবং ডুমুরিয়া থানা পুলিশ যৌথভাবে সড়ক দুর্ঘটনা রোধে, সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন জাতীয় সমজিক সঙ্গঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা।
প্রতিনিয়ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনার শিকার ব্যক্তি/পরিবারগুলোর অসহায় মানবতার জীবন-যাপন করছে।
ডুমুরিয়া- শরাফপুর ফিডার রোডে থ্রি হুইলার যানবাহন, মোটরবাইক, নসিমন-করিমন ইঞ্জিন চালিত ভ্যান সড়ক আইন না মেনে যত্রতত্রভাবে চলাচল করছে , অপরদিকে উঠতি বয়সী যুবক, স্কুল, কলেজের ছাত্র, মোটর বাইক নিয়ে দ্রুতগতিতে হেলে দুলে রাস্তায় চলার কারণে ঘটছে প্রতিনিয়ত মারাত্মক সড়ক দুর্ঘটনা। খুলনা জেলা ট্রাফিক পুলিশ এবং ডুমুরিয়া থানা পুলিশ যৌথভাবে ডুমুরিয়া শরাফপুর রোডে সড়ক আইন লংঘন করে চলাচল, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স,হেলমেট, ফিটনেসবিহীন গাড়ি এবং চালকের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় আটক রাখেন। অভিযান পরিচালনয় উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট লিমন কুন্ডু,সঙ্গীয় ফোর্স,ডুমুরিয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল- সঙ্গীয় ফোর্স। সহযোগিতায় ছিলেন নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল।