নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবিতে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই দুর্গাপুর শাখার আয়োজনে দিবসটি পালিত হয়। এসময় একটি র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পথসভায় উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আকঞ্জির সঞ্চালনায় অন্যান্যেদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান, ওসি দুর্গাপুর থানা শাহ্ নুর এ আলম, সভাপতি নিরাপদ সড়ক চাই উপজেলা শাখা নুরুল আলম, শফিউল আলম স্বপনসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিগত কয়েক বছরে দুর্গাপুরে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ফিটনেসবিহীন গাড়ি আর অপ্রাপ্ত বয়স্ক চালকের কারণে দিন দিন এই সংখ্যা বেড়েই চলছে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। তাই এই দুর্ঘটনা প্রতিরোধে অপ্রাপ্ত চালক, ফিটনেসবিহীন গাড়ি বন্ধসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন