২৩ আগষ্ট সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুরের হাজী বাগান বাসষ্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় আনোয়ারা ও রোকেয়া নামে দুই মহিলা নিহত হয়। এর প্রতিবাদে শিবপুর উপজেলা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় মানববন্ধন করা হয়।
মানব বন্ধনে উপস্থিত হয়ে দেখা যায় ডিভাইডেট অনুযায়ী গাড়ি চালায় না চালকরা। রং সাইডে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটে বলে ধারনা করা হয়।
তবে ডিভাইডেট আরো লম্বা হলে চালকরা অসাবধানে গাড়ি চালাবে না বলে মন্তব্যে করেন স্থানীয়রা। মানববন্ধনে থাকা স্থানীয় জনগণ ও চালকদের সচেতন করতে এ মানববন্ধন হয়। মানব বন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবপুর উপজেলা শাখার সভাপতি আবদুল হান্নান মানিক, সাধারন সম্পদ এস.এম খোরশেদ আলম, শিবপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম আরিফুল হাসান, যুগ্ন সম্পাদক মোমেন খান, নিরাপদসড়ক চাই শিবপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. আবুল ফায়েজ, শাহিন মিয়া, আন্তর্জাতিক গবেষনা বিষয়ক সম্পাদক কাউছার মিয়া, নির্বাহী সদস্য ওবায়দুল্লাহ্ সরকার, আবু বকর, মনির হোসেন প্রমুখ।