মো. সোহেল রানা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা। চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
পরীক্ষা চলাকালে কেন্দ্রে আসতে শিক্ষার্থীরা যেন যানজটের শিকার না হয়। এজন্য সড়কের নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করছে “নিরাপদ সড়ক চাই-নিসচা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা”র কর্মিরা। সেই সাথে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছে।
সংগঠনটির আহ্বায়ক তানভীর রহমান বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। তাই এই বিশেষ সময়ে আপনাদের সাফল্য কামনা করার পাশাপাশি, সড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা “নিরাপদ সড়ক চাই-নিসচা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা” আপনাদের পাশে রয়েছি।
সদস্য সচিব ফয়সাল আহম্মেদ স্বাধীন বলেন, পরীক্ষার দিনগুলোতে সড়কপথে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমাদের টিম বিশেষভাবে প্রস্তুত রয়েছে। আমরা সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি, যাতে পরীক্ষার্থীরা নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারে। আসুন, সবাই মিলে নিরাপদ সড়ক তৈরি করি এবং পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ প্রদান করি।
উল্লেখ্য, ৬ জুন ২০২২ সালে নিরাপদ সড়ক চাই-নিসচা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই ক্যাম্পাসের সড়ক নিরাপত্তায় সচেতনতা তৈরি সহ ভর্তি পরীক্ষায় বিভিন্ন কার্যক্রম করে আসছে সংগঠনটি।