চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুম জাহানারা কাঞ্চন এবং সড়ক দূর্ঘটনায় নিহত সকল মৃত মুসলমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মামহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর রবিবার বাদ আছর নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের উদ্দ্যোগে চাঁদপুরে শহরের কোড়ালিয়া পীর হাজী শরিয়ত উল্লাহ (রহঃ) জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ ইমরান হোসেন।। এর পূর্বে নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন নিসচার জেলা সভাপতি এম এ লতিফ।
মিলাদ মাহফিলে অংশ নেয় নিসচার সাবেক জেলা সহ-সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সহ- সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সদস্য মোঃ শাহাদাত হোসেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের মাঝে তবাররুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর জাহানারা কাঞ্চন সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। রোববার জাতীয় নিরাপদ সড়ক দিবস ও মরহুমা জাহানারা কাঞ্চনের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন হয়।