English

26 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

চন্দ্রগঞ্জে নিসচার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

- Advertisements -
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির উদ্যোগে রবিবার  (২২ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া।
এছাড়া আলোচনা সভা ও র‌্যালিতে অংশ নেন- প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মদ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি মো. আলী হোসেন। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু গৌতম মজুমদার, সহ-সভাপতি সমীর কর্মকার, সাংবাদিক সোহেল মাহমুদ মিলন, সাংবাদিক মো. আলাউদ্দিন, নিসচা চন্দ্রগঞ্জ থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক তানভীর আহম্মেদ রিমন প্রমূখ।
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ স্লোগানের মধ্য দিয়ে এবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। অনুষ্ঠানে বক্তারা বলেন- সারাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ক্রমাগতভাবে বেড়েই চলছে। এই মৃত্যুর মিছিল রোধ করতে হলে সবাইকে আইন মেনে সড়কে চলতে হবে। আলোচনা শেষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন