আজ চতুর্থ দিনের মত নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জয়নাল আবেদীন মহোদয়ের সহযোগিতায় ও দেশ ও প্রবাসের নিসচা শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা খাদ্য সামগ্রিক বিতরণ।
আজ ২৬ আগস্ট সোমবার দুপুর ২ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা মাধবপুর ইউনিয়নের দলাই নামক এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত পানিবন্দী অসহায় লোক দের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত খাদ্য সামগ্রিক বিতরণ এর উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, প্রচার সম্পাদক খান মোহাম্মদ হোসাইন সহ অন্য সদস্য বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ খাদ্য সামগ্রিক বিতরণ আর্থিক ভাবে যাহারা সহযোগিতা করেছে সবাই কে অনেক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি। আল্লাহ এ দান কে কবুল করুন এ দোয়া করিছি নিসচা পরিবার এর পক্ষ থেকে।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা আগামীকাল ও খাদ্য সামগ্রিক বিতরণ করবে, কেউ যদি নিসচা কমলগঞ্জ শাখার সাথে সহযোগিতা তাকতে চাই তা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আসুন আমরা সবাই বন্যা ক্ষতিগ্রস্ত পানিবন্দী লোকদেরকে সহযোগিতায় এগিয়ে আসি।