“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বিকেলে বগুড়ার কাহালুর বিবিরপুকুরে নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির উদ্দ্যেগে র্যালী, লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির উপদেষ্টা ও কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, অত্র সংগঠনের উপদেষ্টা ও নারহট্র ইউ পি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুর রহিম প্রামানিক, নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সভাপতি প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক ইমরান তালুকদার, সদস্য মাহফুজার রহমান, নাহিম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
র্যালী, লিফলেট বিতরণ শেষে এক সমাবেশ নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সভাপতি প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।