ধামরাই ঢাকা: দেশীয় চলচ্চিত্রের উজ্জলনক্ষত্র কিংবদন্তি ও নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে পথশিশুদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত।
মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকেলে নিসচা ধামরাই শাখার কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে উপলক্ষে অর্ধশত পথশিশুদের নিয়ে গজল,কবিতা,সুরাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক অংশগ্রহণ করা হয়েছে। এবং পরবর্তীতে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রতিযোগিতায় শিশুদের মাঝে সেরা প্রতিযোগি হিসেবে ২ জনকে মুক্তিযুদ্ধের বই পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়েছে। ভিন্ন রকম এই আয়োজনে শিশুদের মেধাবিকাশের সহায়ক হবে বলে অনেকে মন্তব্য করেছেন।
অনুষ্ঠান শেষে জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নিসচা ধামরাই শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।