আলমগীর হোসেন,দাউদকান্দি: আলোচনা সভার মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় মাসব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচি নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখা এবং দাউদকান্দি হাইওয়ে থানা যৌথভাবে পালন করবেন।
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর শাহীনূর ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা. রিয়াদ মাহমুদ, নিসচা দাউদকান্দির পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিন।
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে আগামী ২২ অক্টোবর ” জাতীয় নিরাপদ সড়ক দিবস” উপলক্ষে গৌরীপুর বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভাশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। এসময় নিসচা’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।