নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির আয়োজনে নিসচা কর্মি ফিরোজ মন্ডল এর সার্বিক প্রচেষ্টায় এক অসুস্থ বৃদ্ধা মহিলাকে অপারেশনের জন্য অর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আগামীকাল রোগীর অপারেশন করা হবে। আজ বিকালে বগুড়ার সানমুন ক্লিনিকে বৃদ্ধা মহিলাকে দেখতে যান বগুড়া জেলা নিসচা কমিটির সাধারন সম্পাদক মো: রকিবুল ইসলাম সোহাগ,সাংগঠনিক সম্পাদক আলামিন, সদস্য রায়হান আহম্মেদ, তারাজুল ইসলাম, শরিফ প্রমুখ।
অসুস্থ বৃদ্ধা মহিলাটি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি ডা জানিয়েছেন দ্রুত তার জরায়ূর অপারেশন করাতে হবে। এমন অবস্থায় বৃদ্ধা মহিলার পাশে দাড়ায় নিসচা বগুড়া জেলা কমিটি। নিসচা কমিটির পক্ষ থেকে অপারেশনের জন্য কিছু আর্থিক সহযোগিতা আজ রোগীর হাতে প্রদান করা হয়। অসুস্থ্য বৃদ্ধা মহিলা নিসচা কর্মিদের এমন সহযোগিতায় আবেগ আপ্লুত হয়ে দোয়া করেন সকলের জন্য। পাশাপাশি অসুস্থ মহিলার দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।