সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী মোহাম্মদ আবুল হাসান তাফাদারের শয্যাপাশে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭ ঘটিকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আবুল হাসান তাফাদারের সার্বিক খোঁজ-খবর নিতে বড়লেখা দক্ষিণভাগস্থ বাসায় ছুটে যান নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম মার্জান, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য কামরুল ইসলাম সহ প্রমূখ।
এসময় নিসচা বড়লেখা উপজেলার নেতৃবৃন্দ তার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন ও শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোজঁ খবর নেন। তার পাশাপাশি নিসচা নেতৃবৃন্দরা দুর্ঘটনার কারণ’সহ সার্বিক তথ্য সংগ্রহ করেন।
এছাড়াও সুধী শুভাকাঙ্ক্ষীদের নিকট তাঁর দ্রুত সুস্থতা কামনা।
প্রসঙ্গতঃ ২৬ জানুয়ারি মঙ্গলবার রাত ১১ ঘটিকায় মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পিছন থেকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে সিলেটে চিকিংসাধীন ছিলেন।