বগুড়া জেলা ‘নিরাপদ সড়ক চাই’ শাখার উদ্যোগে নিরাপদ সড়ক চাই এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ডিসেম্বর সারাদেশে দিবসটি উৎসব মুখোর পরিবেশে কেক কর্তনের মধ্যদিয়ে পালিত হলেও এবছর মহামারি করোনা সংক্রমণজনিত কারণে তার ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপদ সড়ক চাই এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা বগুড়া সংগঠনটি তাদের নিজ অর্থায়নে আর্তমানবতার সেবায় নিয়োজিত হয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
সোমবার ১ডিসেম্বর বিকালে বগুড়ার রেলস্টেশনে অর্ধশতাধিক অসহায়, ছিন্নমূল মানুষ ও পথশিশুদের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করে। সবাইকে মাস্ক পরে চলাচল ও সড়ক দূর্ঘটনারোধ বিষয়ক পরামর্শও দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রব্বানী শিপন, কেন্দ্রীয় সদস্য আব্দুল আলিম, কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান, কার্যনির্বাহী সদস্য আল-আমিন, ইমরান তালুকদার নিপু, জাহিদুর রহমান প্রমূখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন