নিরাপদ সড়ক চাই (নিসচা) হাটহাজারী উপজেলা শাখার সড়ক পরিবহন আইন ২০১৮ পূর্ণ বাস্তবায়নের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।
রোববার (১ নভেম্বর) সকালে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা শাখার আহবায়ক ওজাইর আহমদ হামিদি
সড়কে শুধু পথচারী কিংবা যাত্রীরা নয়, চালকরাও বিপদে পড়ে। তাদের জানমাল ক্ষতি হয়। তাই আইনটি বাস্তবায়িত হলে সবাই উপকৃত হবে। চালকরা আরো সচেতন হবে। সড়কে দুর্ঘটনা আরো কমবে। কিন্তু কিছু সড়ক সংগঠনের নেতারা আইনটি বাস্তবায়নে বাধাগ্রস্থ করছে। তারা আইনটিকে ভিন্নখাতে প্রভাবিত করছে। শ্রমিকদের ভুল বুঝিয়ে বাস্তবায়নের বিপক্ষে দাড় করাচ্ছে। যা সত্যিই লজ্জাকর। তাই সবার সড়ক দুর্ঘটনা রোধে আইনটি দ্রুত পূর্ণ বাস্তবায়ন করার দাবি জানান।
সদস্য সচিব ফরিদ উল্লাহ’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য অধ্যাপক আহসান আরিফ জুয়েল, আজিজ মাদানি, মোতাহের উদ্দিন মাজেদ, মোনায়েম আহমেদ সোহান।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মন্জুরুল আলম খোকন, বাবু নয়ন চৌধুরী,ফরহাদ হোসাইন প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন নির্বাহী সদস্য আলহাজ্ব সুলতান আহমদ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন