English

18 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

সড়ক দুর্ঘটনায় আহত গণেশের পাশে নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দ

- Advertisements -

বড়লেখা পি.সি মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি গণেশ কর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন তাঁর সার্বিক খোঁজ-খবর নিতে পাশে দাড়িয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় তাকে দেখতে ও সার্বিক খোঁজ-খবর নিতে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ এবং প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন। এসময় নিসচা নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত গণেশ করের চিকিৎসার সার্বিক খোঁজ-খবরসহ সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, গত বুধবার (১ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বড়লেখা-চান্দগ্রাম সড়কের গাজিটেকা এলাকায় অন্য এক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তখন ঘটনাকারি মোটরসাইকেল দ্রুত স্থান ত্যাগ করে। আহত গণেশ করকে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এমতাবস্থায় শরীরের বিভিন্ন স্থানসহ বাম হাতের হাড় ভেঙ্গে যায়। বিষয়টি নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদের দৃষ্টিগোচর হলে গতকাল শুক্রবার বেলা ১১ ঘটিকায় তাঁর নিজ বাড়িতে পি.সি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম ও লিটু চন্দ্র দে এর উপস্থিতিতে ঘটনাকারি মোটরসাইকেল আরোহীদের উপস্থিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন