English

19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক সাংবাদিক ও গুণীজনদের সাথে নিসচা বগুড়া জেলা শাখার মতবিনিময়

- Advertisements -

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক সাংবাদিক ও গুণীজনদের সাথে নিসচা বগুড়া জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ অক্টোবর) বিকাল ৫টায় জলেশ্বরীতলায় এক চাইনিজ রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা ও মতবিনিময় সভায় নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সভাপতি রোটা: মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিনয় কুমার,নওগাঁ, বগুড়ার বিশিষ্ট সাংবাদিক জিটিভির জেলা প্রতিনিধি ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন মিন্টু, বগুড়া প্রেসকাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়ার প্রবীণ ফটোসাংবাদিক আসাফ উদ দৌলা ডিউকসহ বগুড়া জেলার বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

হাঁটি হাঁটি পা পা করে ২৯ বছরে পদার্পণ করতে যাচ্ছে নিরাপদ সড়ক চাই সংগঠনটি। ২০১৭ সালে নিরাপদ সড়ক দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর হতে প্রতি বছর সারাদেশে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবসটি যথাযথ মর্যাদায় পালন হয়ে আসছে। এবং প্রতি বছর এই দিবসকে কেন্দ্র করে সারাদেশে নিসচা শাখাগুলো মাসব্যাপী নানা সচেতনমুলক কর্মসূচি পালন করে আসছে।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করেন বক্তারা। সহ-সাধারন সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল অমিন মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ জাইদুল ইসলাম, প্রচার সম্পাদক রওনক হাসান, অর্থ সম্পাদক সেলিম রেজা, ক্রিয়া সম্পাদক সেলিম, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম, দপ্তর সম্পাদক জাহেদুর রহমান, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, সাধারন সদস্য মো: জাকির, রবিউল, আলিম মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, নিরাপদ সড়ক বাস্তবায়নে অক্টোবরে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বগুড়া নিসচা জেলা শাখা, এরমধ্যে আগামী ১০অক্টোবর ডিসি/এসপি বরাবর স্বারকলিপি প্রদান, এবং ধারাবাহিভাবে র‍্যালী, সমাবেশ, স্কুল শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন, লিফলেট, মাস্ক বিতরণ, সচেতনমুলক চলচ্চিত্র প্রদর্শনী, চালকদের সাথে বৈঠক, সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চনসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ইত্যাদি কর্মসূচি পালন করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন