English

22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

সড়ক আইন বাস্তবায়নের দাবিতে নিসচা বাগেরহাট শাখার স্মারকলিপি প্রদান

- Advertisements -

বাগেরহাট প্রতিনিধি: ৪ বছরেও নিরাপদ সড়ক আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়ায় সারাদেশে একযোগে স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই সংগঠন। সোমবার (১০ অক্টোবর) সকালে সারাদেশের মত বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির বাগেরহাট শাখার নেতৃবৃন্দ।

নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের নেতৃত্বে স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীমের হাতে তুলে দেওয়া হয়। এসময় নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের অর্থ সম্পাদক শোহান শেখ, দপ্তর সম্পাদক মোল্লা মাসুদুল হক, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সরদার ইনজামামুল হক, নির্বাহী সদস্য সাদিয়া আফরোজ, তানজীম আহমেদ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধিমালা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। এছাড়া জাতিসংঘ ঘোষিত সড়ক দূর্ঘটনার অন্যতম ৫টি পিলার যথাক্রমে সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা, ঝুকিমুক্ত যানবাহন, সচেতন সড়ক ব্যবহারকারী, সড়ক দূর্ঘটনা পরবর্তী করণীয় ও গাড়ি চালানোর উপযুক্ত পরিবেশ কার্যকরের দাবি জানানো হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন