English

28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
- Advertisement -

সিলেট বাস টার্মিনালে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

- Advertisements -

সিলেট ব্যুরো: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (২৯ মার্চ) দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নিসচার ক্যাম্পেইনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, বিআরটিএ অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মাহফুজুর রহমান, বিআরটিএ সিলেটের উপপরিচালক (ইঞ্জি:) মোঃ ডালিম উদ্দীন, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, মোটযান পরিদর্শক মো: জিল্লুর রহমান চৌধুরী, আব্দুর বারী, টিআই মোশাররফ হোসেন, নিসচা সিলেট জেলা শাখার সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সদস্য আব্দুল হাছিব, আবু জাবের, ফাহিম আহমদ, সুহেল চৌধুরী, রাজিব ঘোষ, আব্দুস সুবহান আজাদ, ইমরান আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং চালক ও যাত্রীদের উদ্দেশ্যে বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মাহফুজুর রহমান বলেন, ঈদ যাত্রা দুর্ঘটনামুক্ত রাখতে চালক, যাত্রী সহ সবাইকে সচেতন হতে হবে। চালকরা যাতে বিশ্রামের সুযোগ পায় সে দিকে নজর দিতে হবে। অতিরিক্ত যাত্রীদের নিয়ে কোনো চলাচল করতে পারবে না। এসএমপি পুলিশের ভিজিলেন্স টিম সবসময় চালু রয়েছে। এছাড়া পুলিশের চেক পোষ্ট সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়াও সড়কে যানজট নিরসন, যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালনা ও যত্রতত্র ইউটার্ণ রোধে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি এসময় নিসচার এই সচেতনতামূলক ক্যাম্পেইন এর ভূয়সী প্রশংসা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন