English

32 C
Dhaka
সোমবার, মার্চ ৩১, ২০২৫
- Advertisement -

সাভারের মধুমতী মডেল টাউন সংলগ্ন ভাঙা ব্রীজ এলাকায় ট্রাফিক কার্যক্রম পরিচালনায় নিসচা

- Advertisements -

ইসমাইল হোসেন, সাভার থেকেঃ ঈদ উল ফিতর যতই ঘনিয়ে আসছে মহাসড়কে ততই যানবাহনের আধিক্য দেখা দিচ্ছে। অন্যদিকে মহাসড়কে যানবাহনের বিপরীতে ট্রাফিক পুলিশ অপ্রতুল থাকায় স্বাভাবিকভাবেই যানজট বেড়ে যাচ্ছে। কোথাও কোথাও এই যানজট দের দুই ঘন্টা থেকে তিন চার ঘন্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে।

এমন পরিস্থিতিতে সময় বাঁচিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে শর্ট কার্ট রাস্তা খুজতে গিয়ে বেছে নিচ্ছেন উল্টো পথ। ফলে প্রায়শই ঘটে যাচ্ছে ছোট বড় দূর্ঘটনা। এর অধিকাংশই মোটরসাইকেল ও বিভিন্ন পন্য বাহী ট্রাক।

আজ নিরাপদ সড়ক চাই নিসচা সাভার উপজেলা শাখার সড়কযোদ্ধাবৃন্দ সাভারের মধুমতী মডেল টাউন সংলগ্ন ভাঙা ব্রীজ এলাকায় ট্রাফিক কার্যক্রম পরিচালনা করে। এসময় উল্টো পথে কোন যানবাহন চলতে দেওয়া হয়নি।

এ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নিসচা সড়কযোদ্ধাদের সাথে অনেক চালকদের বাকবিতন্ডা হয়। এসময় স্থানীয় প্রভাবশালী শিল্পপ্রতিষ্ঠানের জনৈক কর্মকর্তা দাপট দেখাতে গেলে নিসচা সভাপতি হুশিয়ারী দিয়ে বলেন- আপনি এই দেশের যত বড় রাজা বাদশাই হোন আমরা সড়কে বিদ্যমান অবস্থায় কোন ভাবেই উল্টো পথে কোন যানবাহন যেতে দিব না।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ও দিকনির্দেশনায় নিসচা সাভার উপজেলা শাখা মহাসড়কের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও যানজট নিরসনে বদ্ধ পরিকর। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ দ্বিতীয় দিনের মতো ট্রাফিক কার্যক্রম পরিচালনা করে নিসচা সাভার উপজেলা শাখা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন