সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের দাবিতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরাপদ সড়ক চাই দেশব্যাপী সংবাদ সম্মেলনের অংশ হিসেবে খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে ১ নভেম্বর সকাল ১১ টায় শিরোমনি নিজস্ব কার্যালয় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর আহবায়ক শেখ আব্দুস সালাম, সদস্য সচিব মোহাম্মদ লুৎফর রহমান লিটন, গণ সেবা সংস্থার সভাপতি মোঃ শফিউল আজম, শেখ জাকির হোসেন, শেখ কওছার আলি, মোঃ বাচ্চু শেখ, মোঃ ইমদাদুল হক, শাহ মোঃ হাফিজুর রহমান, শাহজাহান শেখ, তরিকুল ইসলাম, রেজাউল ইসলাম, মুস্তাকিন বিল্লাহ সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন