English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

সড়ক নিরাপত্তায় শিবগঞ্জে নিসচা’র শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

- Advertisements -

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২৪ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই(নিসচা)শিবগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩ অক্টোবর) সকাল ১১ টায় নিসচা বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান,নিসচা’র উপদেষ্টা ও চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন,শিবগঞ্জ থনার ওসি(তদন্ত) আব্দুস শুকুর। নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিসচা’র সহ সভাপতি খন্দকার আল ইমরান, নিরাপদ সড়ক দিবস২০২৪ উদযাপন কমিটির আহবায়ক শফিউল আলম ডিউ,যুগ্ম আহবায়ক কামরুল হাসান,সদস্য সচিব আসাদুল্লাহ, সদস্য আবু হান্নান,আব্দুর রহিম,শিক্ষার্থীদের মদ্ধে বক্তব্য রাখেন রহিমা খাতুন,তানিয়া আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন,প্রত্যেকটি স্কুল-কলেজের শিক্ষার্থীকে ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে। নিজের জীবন রক্ষা করতে নিজেকেই সচেতন হতে হবে। সবাইকে নিয়ম মেনে পথ চলতে হবে। যত্রতত্র সড়ক পার হওয়া যাবে না। জেব্রা ক্রসিং ব্যবহার করে সড়ক পার হতে হবে।বাড়ি থেকে স্কুল/কলেজ কিংবা অন্য কোথাও যাওয়ার ক্ষেত্রে রাস্তার দুপাশে দেখে-বুঝে রাস্তা পার হতে হবে। কোনক্রমেই তাড়াহুড়া করা যাবে না, এলোমেলো ভাবে রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকে।সাবধানে পথ চললে সড়ক নিরাপদ হবে এবং দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ জাকিয়া ফারহানা চৌধুরী, প্রভাষক অশোক কুমার, বেলাল হোসেন, জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা কবির,সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন, সমাজকল্যাণ ও ক্রীয়া বিষয়ক সম্পাদক সেলিম হোসেন প্রাং, প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান,প্রচার সম্পাদক সোহেল রানা,কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

পরে উপস্থিত শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন