English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

সড়ক দুর্ঘটনায় আহত নিসচা কর্মী গোলাম কিবরিয়ার পাশে নিসচা বড়লেখার নেতৃবৃন্দ

- Advertisements -

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সদ্য সাবেক আইন বিষয়ক সম্পাদক আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বড়লেখা উপজেলা চত্ত্বরস্থ বাসায় অবস্থান করতেছেন। তাঁর সার্বিক খোঁজ-খবর নিতে পাশে দাঁড়িয়েছে জাতীয় সামাজিক সংগঠন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

রবিবার (৭ মে) রাত ১০ ঘটিকায় উপজেলা চত্বরের বাসায় তাকে দেখতে ও সার্বিক খোঁজ-খবর নিতে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সদ্য সাবেক প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সদস্য এনাম উদ্দিন, সাইদুল ইসলাম সহ প্রমুখ।

এসময় নিসচা নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনায় আহত নিসচা বড়লেখা উপজেলা শাখার সদ্য সাবেক আইন বিষয়ক সম্পাদক আইনজীবী সহকারী গোলাম কিবরিয়ার চিকিৎসার খোঁজ-খবর ও সার্বিক সহযোগিতাসহ প্রশাসনের মাধ্যমে যথাযথভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, আজ রবিবার (৭ মে) বিকাল ৪ টা ৪০ মিনিটের সময় জুড়ী বেলাগাও কন্টিনালা ব্রিজের উত্তর পাশে পূর্ব দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সদ্য সাবেক আইন বিষয়ক সম্পাদক আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া জানান, যান্ত্রিক ত্রুটি ও চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি বিকাল ৩ ঘটিকার সময় মৌলভীবাজার চাদনীঘাট বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসে। কুলাউড়া আসার পর থেকে বাসটি একটু পর পর বন্ধ হয়ে যায়। চালক ও চালকের সহকারী গাড়িতে পানি দিয়ে গাড়ি চালনা শুরু করলে আবারও গাড়ি বন্ধ হয়ে যায়। এভাবেই গাড়ি চলতে থাকে। বিকাল ৪ টা ৪০ মিনিটের সময় জুড়ী বেলাগাও কন্টিনালা ব্রিজের উত্তর পাশে আসলে গাড়িটি যান্ত্রিক ত্রুটি ও চালকের অদক্ষতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির অর্থশত যাত্রী আহত এবং চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন