তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কের শৃঙ্খলা রক্ষায় কয়েকদিন থেকে টানা কাজ করছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। প্রতিবারের মতো এবারো পুরো রমজান মাসব্যাপী অর্থাৎ ঈদের আগের দিন-রাত পর্যন্ত সড়কে শৃঙ্খলা ও জনদুর্ভোগ লাঘবে ক্যাম্পেইন পরিচালনা করবে নিসচা বড়লেখা শাখা।
২৮ মার্চ (শুক্রবার) বড়লেখা পৌর শহরে কেনাকাটায় মার্কেটমুখী ক্রেতাদের ঢল নেমেছে। জনসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত ও যানজট নিরসনে পৌর শহরে ট্রাফিক-পুলিশের সাথে দায়িত্ব পালন করে নিসচা নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
রমজানে সড়ক শৃঙ্খলা কার্যক্রমে বিভিন্নধাপে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়াও সড়কে যানজট নিরসন, যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালনা ও যত্রতত্র ইউটার্ণ রোধে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এ দিকে নিসচার এমন কাজের প্রসংশা করেছে স্থানীয় জনসাধারণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় ঈদের আগে ও পরে ৬ দিন সড়কের শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে কাজ করছে নিসচা কর্মীরা। তার নির্দেশনা অনুযায়ী নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে সড়কে শৃঙ্খলা কার্যক্রম অব্যাহত রয়েছে।