ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: শহীদদের প্রতি শ্রদ্ধা, জাতীয় সম্পদ রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ সড়ককে নিরাপদ রাখার কেন্দ্রীয় আহ্বানে নিরাপদ সড়ক চাই(নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার কর্মসূচি পালন।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা ছাত্র জনতার বিজয়ী আন্দোলনে যারা জীবন উৎস্বর্গ করেছেন, সংগ্রাম করেছেন তাদের প্রতি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কৃতজ্ঞতা জানিয়ে এ বিজয়কে নস্যাৎ করতে অপতৎপরতাকারীদের চিহ্নিত করে ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা, অন্যান্য ধর্মীয় মানুষদের রক্ষা, জাতীয় সম্পদ রক্ষাসহ সড়ককে নিরাপদ রাখতে ও যানজট নিরসনে কিশোরগঞ্জ জেলা শাখা কর্মসূচি পালন করে।
(৭ই আগষ্ট) সকাল ১০ থেকে দুপুর ২পর্যন্ত কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার, পুরান থানা, একরাম মোড়ে
আইনশৃঙ্খলা বাহিনীর ট্রাফিক পুলিশ না থাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নিরাপদ সড়ক চাই নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক মো.ফারুকুজ্জামান, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামরুল হাসান বাদল, সহ-সাধারণ সম্পাদক ইকবাল বাহার বুলবুল, প্রচার সম্পাদক লায়ন এস এম জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো. হুমায়ুন আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক হাকিম সুলতান আহমেদ, কার্যনির্বাহী সদস্য শরিফা আক্তার, মেহবুব মনি, মো. হারেসুজ্জামান শেখ, মো. আশরাফ আলী সোহানসহ নিরাপদ সড়ক চাই, কিশোরগঞ্জ জেলা শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।