ইসমাইল হোসেন, সাভার থেকেঃ “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ২২শে অক্টোবর সারাদেশে পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস। জাতীয় এ দিবসকে কেন্দ্র করে নিসচা সাভার থানা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকে কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও সড়কে চলাচলের নিময় কানুন ও আইন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় নিসচা সাভার থানা শাখার প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এ কে এম আব্দুল মতিন, অভিভাবক প্রতিনিধি জনাব মোঃ সোহাগ এবং অনলাইন চ্যানেল চেষ্টা টিভির স্থানীয় প্রতিনিধি মুন্না হোসেন, মাইনুল, রিয়াজ, জুয়েল মাহমুদ সহ আরো অনেকে।
পরে নিসচা প্রতিনিধি দল কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল আলম খানের সাথে সড়কের নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন।