রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে পরিবহন মালিক, চালক, হেলপার ও শ্রমিকদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতামূলক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মোকামতলা – জয়পুরহাট মহাসড়কের কিচক বন্দরে আয়োজিত কর্মশলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি আমিনুর ইসলাম।
এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনে চালক ও সহযোগিদের সচেতনতাসহ যাত্রীদের মান উন্নয়নে আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে।তিনি লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর পূর্বে ঔ গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্কতা থেকে গাড়ি চালানোর পরামর্শ দেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, কিচক বন্দর সিএনজি মালিক সমিতির সভাপতি আক্কাছুর রহমান ছান্না, সাধারণ রনি, কিচক বাজার লেবার শ্রমিকের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, মটর বিশ্রাগারের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বন্দর ইমারত শ্রমিক ইউনিয়ের সভাপতি ওবাইদুল সাধারণ নাছির উদ্দিন, কিচক প্রেসক্লাবের সভাপতি এম এ ওয়াদুদ।
নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব আসাদুল্লাহ,
যুগ্ন আহবায়ক সামছুর রহমান, প্রভাষক রাজিকুল ইসলাম রনি, অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য, শাহজাহান আলী, হেলাল উদ্দিন, সেলিম হোসেন প্রাং, মিজানুর রহমান মিজানুর, আব্দুল মতিন, আব্দুর রহিম, শরিফুল ইসলাম রাকিব, রুহুল আমিন, আব্দুল হামিদ, মহসিন, অমর ফারুম, কিচক প্রেসক্লাবের ধর্ম বিষয় সম্পাদক কাজী সিরাজুল ইসলাম সহ বন্দরের পরিবহন মালিক, চালক, হেলপার, শ্রমিকগন।