বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১০ই অক্টোবর রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ের হলরুলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সচেতনতা তৈরির উদ্দেশ্য এ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন। নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউপি’র আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শহিদ, উথলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজিজুল হক, প্রধান শিক্ষক হাবিবুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, উথলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হারুনর রশীদ, নিসচা সদস্য গোলাম মোস্তফা, সাংবাদিক মিজানুর রহমান, আরিফুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমূখ।