English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

শিবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

- Advertisements -

রশিদুর রহমান রানা শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ ‘‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে রবিবার(২২অক্টোবর)সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শিবগঞ্জ বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় পথচারী ও সড়ক পরিবহন সংশ্লিষ্টদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নিসচা’র উপদেষ্টা ফিরোজ আহমেদ রিজু। এসময় তিনি বলেন,”সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী।তাই সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে।প্রশাসনের একার পক্ষে সড়ক দুর্ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তাই চালক,যাত্রী,পথচারীসহ সকলকে এগিয়ে আসতে হবে।”

নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব মোল্লা,সহকারী প্রোগ্রামার(আইসিটি) মাহফুজুর রহমান,স্বাগত বক্তব্য রাখেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার নিরাপদ সড়ক দিবস উদযাপন২০২৩ কমিটির আহবায়ক রবিউল ইসলাম রবি।এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক রাজিকুল ইসলাম রনি,মাষ্টার সোহাগ আহমেদ,সামসুর রহমান,সদস্য সচিব আসাদুল্লাহ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম,নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার প্রকাশনা সম্পাদক ইমরানুল হক ইমরান,মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা কবির, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন,শফিউল আলম ডিউ,ইকবাল হোসেন বাবু মেম্বার, মোহাম্মদ আলী, রেশমা খাতুন,মজনু মিয়া,আব্দুর রহিম,মিজানুর রহমান,হেলাল উদ্দিন, মোহসিন আলী,মশিউর রহমান প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন